রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন দানা বাঁধছে। তবে রাজনৈতিক দলগুলো বিষয়টি নিয়ে এখনই কোনো সংকট তৈরি করতে চাইছে না। বিএনপি বলেছে, রাষ্ট্রপতির পদ নিয়ে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি হওয়া ঠিক হবে না। গতকাল সকালে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা জানান, তারা নতুন সংকট তৈরি করতে আগ্রহী নয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এ বিষয়ে একই ধরনের অবস্থান নিয়েছে। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ এখন অপ্রয়োজনীয় বিষয়। বরং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নির্বাচনের রোডম্যাপ ঠিক করা জরুরি। সংকট তৈরি করে অন্তর্বর্তী সরকারের কাজকে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ঘিরে যেসব বিক্ষোভ হচ্ছে, তা সমর্থনযোগ্য নয়। রাষ্ট্রপতিকে না সরানোই আপাতত উত্তম বলে তিনি মনে করেন। তবে এ বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চায়নি। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, রাষ্ট্রপতির পদে থাকা সমীচীন নয়, যদিও দলটি আনুষ্ঠানিক অবস্থান নেয়নি। জাতীয় পার্টিও জানিয়েছে, তারা দলীয় ফোরামে আলোচনা শেষ না করে মন্তব্য করতে চাইছে না।
এবি পার্টি আশা প্রকাশ করেছে যে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নিজ থেকেই পদত্যাগ করবেন। দলের মতে, তাঁর বিভ্রান্তিকর বক্তব্য ইতোমধ্যেই সমস্যা জটিল করেছে।
Published On: 10Link | News Portal: Prothom Alo| Source: