গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও অন্যদের অব্যাহতি - Voices For Democracy

Untitled design (6)

গ্যাটকো দুর্নীতি মামলায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটেছে, যেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহের এই রায় দেন।

আদালত বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন। অভিযোগ গঠনের শুনানিতে খালেদা জিয়া, মোশাররফ ও আমির খসরুর আইনজীবীরা তাদের স্বপক্ষে যুক্তি তুলে ধরেন।

আইনজীবীরা আদালতে বলেন যে, ওয়ান ইলেভেনের সময়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও মন্ত্রী পরিষদের সদস্যদের আসামি করা হয়েছে। তারা যুক্তি উপস্থাপন করেন যে, মামলায় কোনো বিষয়বস্তু নেই এবং এতদিন পরও অভিযোগ গঠন না করায় বোঝা যায়, মামলাটি কেন করা হয়েছিল।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় দুদকের একজন উপপরিচালক এই মামলা করেন। মামলায় চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করা হয়। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। পরে মামলাটি জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করা হয়।

এর পরের বছর ১৩ মে খালেদা জিয়া সহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার ২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানসহ আটজন মারা গেছেন। এছাড়া জামায়াতে ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় তাকেও মামলাটি থেকে অব্যাহতি দেওয়া হয়।

Published On: 10.24.2024, 5:04PM| News Portal: Bangla Outlook|  Source: Link

Moderator VFD



About us

Upholding Democracy and Promoting Human Rights

We, the pro-democracy activists, stand united against autocracy and for the unwavering principles of democracy and human rights in Bangladesh. We envision a country where the rule of law prevails, the judiciary is independent, and the media is free and unfettered.

We pledge to continue our fight for democracy and human rights until the voices of the people are heard and their aspirations are fulfilled.

 


CONTACT US

MESSAGE US

Newsletter







    Follow us